চাইল্ড কেয়ার স্কুলের লেখাপড়া সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত এবং ফলাফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে ৷ প্রতি শিক্ষাবর্ষকে তিনটি সেমিস্টারে ভাগ করে প্রত্যেক সেমিস্টার পরীক্ষার ৩০ দিন পূর্বে একটি টিউটরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ এছাড়া প্রতি ১০টি ক্লাস শেষে একটি পাঠ উন্নয়ন যাচাই পরীক্ষা হবে ৷ প্রত্যেক সেমিস্টার পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রথম দশ জনের নাম ঘোষণা করা হবে এবং বছর শেষে তিন সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে ৷ প্রতি ক্লাসের সবগুলো শাখার সমন্বয়ে প্রস্তুতকৃত মেধা তালিকা থেকে প্রথম তিন জনকে পুরষ্কৃত করা হবে ৷
শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার পারদর্শিতা অর্জন করালেই চলবে না, এর পাশাপাশি তাকে মানবিক ও নৈতিক গুণাবলী অর্জনেও সহযোগিতা করতে হবে ৷ প্রকৃত চর্চা ও সুনির্দিষ্ট নিয়মের অধীনে চললে জীবনের সকল ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব ৷ শিক্ষার্থীকে আদর্শবান, ন্যায়পরায়ণ এবং শিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলতে মূল বিষয়ের সাথে সহপাঠ হিসাবে Goodness and Smartness (GAS) নামে একটি বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ বিষয়টির পূর্ণমান ১০০ এবং পাস মান ৮০ ৷ GAS এর মান বন্টন নিম্নরূপ-