চাইল্ড কেয়ার স্কুল
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩খ্রি.
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম। এতদ্বারা সম্মানিত অভিভাবকবৃন্দকে অবহিত করা যাচ্ছে যে, আগামী ২৪/০১/২০২৩ খ্রি. থেকে ৩১/০১/২০২৩ খ্রি. পর্যন্ত বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের ২২/০১/২০২৩ খ্রি. মধ্যে শ্রেণি শিক্ষকের নিকট নাম এন্ট্রি করার জন্য বলা হলো।
হাতের লেখা ও Vocabulary প্রতিযোগিতা
(সকল শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক)
শ্রেণি | তারিখ | বিষয় |
নার্সারী ( মৌখিক) প্রথম থেকে পঞ্চম শ্রেণি (লিখিত) | ২৪/০১/২০২৩ খ্রি. | Vocabulary Competition |
নার্সারী থেকে পঞ্চম শ্রেণি | ২৪/০১/২০২৩ খ্রি. | হাতের লেখা |
ক্রীড়া প্রতিযোগিতা
বিভাগ | তারিখ | বিষয় |
ক (প্লে) | ২৫/০১/২০২৩ খ্রি. বাছাই ও ফাইনাল | ১. বল নিক্ষেপ ২. রং বাছাই |
খ (নার্সারী ও প্রথম শ্রেণি) | ২৫/০১/২০২৩ খ্রি. বাছাই ও ফাইনাল | ১. বল নিক্ষেপ ২. সংখ্যা খোঁজা |
গ (দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি | ২৮/০১/২০২৩ খ্রি. বাছাই | ১. বিস্কুট দৌড় ২. গুপ্তধন খোঁজা |
ঘ ( চতুর্থ ও পঞ্চম শ্রেণি | ২৮/০১/২০২৩ খ্রি. বাছাই | ১. অংক দৌড় ২. গুপ্তধন খোঁজা |
সাংস্কৃতিক প্রতিযোগিতা
(শিক্ষার্থীরা যে কোনো দুটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে)
বিভাগ | তারিখ | বিষয় |
ক (প্লে) | ৩০/০১/২০২৩ খ্রি. | ১. কুরআন থেকে তিলাওয়াত ২. আবৃত্তি ৩. গল্প বলা |
খ (নার্সারী ও প্রথম শ্রেণি) | ৩০/০১/২০২৩ খ্রি. | ১. কুরআন থেকে তিলাওয়াত ২. আবৃত্তি ৩. গল্প বলা |
গ (দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি | ৩১/০১/২০২৩ খ্রি. | ১. কুরআন থেকে তিলাওয়াত ২. আবৃত্তি ৩. গল্প বলা |
ঘ ( চতুর্থ ও পঞ্চম শ্রেণি | ৩১/০১/২০২৩ খ্রি. | ১. কুরআন থেকে তিলাওয়াত ২. আবৃত্তি ৩. গল্প বলা |
বি.দ্র: গ ও ঘ বিভাগের ফাইনাল খেলা, অভিভাবক (পুরুষ ও মহিলা) এবং শিক্ষকবৃন্দের খেলা ২৯/০১/২০২৩ খ্রি. অনুষ্ঠিত হবে।
ধন্যবাদান্তে
আহবায়ক (ক্রীড়া কমিটি)